ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জয়াবর্ধনের কলাম

ভারতই চাপে থাকবে, হারানোর কিছু নেই টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীলংকার ক্রিকেটের বরপুত্র মাহেলা জয়াবর্ধনে। একসময়ের বিশ্বসেরা মিডল অর্ডার এখন খেলায় নেই। তবে ক্রিকেট যেহেতু রক্তে তাই দূরে থাকারও জো নেই। মাঝে মধ্যেই খেলা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
আজ মাহেলার মাটিতেই নিদাহাস ট্রফির ফাইনাল। এতে দর্শক শ্রীলংকা। গত ম্যাচে তার দলকে হারিয়ে ফাইনালের টিকিট কিনেছে বাংলাদেশ। আজকের ম্যাচ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন মাহেলা। নিদাহাস ট্রফির ফাইনালের আগে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় কলাম লিখেছেন তিনি।
আজকের ম্যাচে ভারতকেই ফেবারিট মানছেন শ্রীলংকার এ কিংবদন্তী।  তিনি ভারতকে ফাইনালের ফেবারিট বললেও বাংলাদেশকে সুবিধাজনক অবস্থাতেই দেখছেন। তাঁর মতে, বাংলাদেশ আজকের ফাইনালে পুরোপুরি চাপমুক্ত থেকে খেলতে পারবে।
বাংলাদেশের হারানোর কিছু নেই বলেই মন্তব্য তাঁর। ‘বাংলাদেশের এই ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছুই আছে। যেহেতু রাউন্ড রবিন লিগের দুটি ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে হেরেছে, তাই তারা ফাইনালে আন্ডারডগ হিসেবে খেলাটা উপভোগ করার অবস্থায় আছে। খুব বেশি প্রত্যাশার চাপ তাদের গ্রাস করবে না বলেই মনে হয়।’
সাবেক লঙ্কান অধিনায়কের মতে টি-টোয়েন্টি ক্রিকেট হচ্ছে চাপ জয় করার লড়াই। তবে ব্যাটিং সামর্থ্যে তিনি বাংলাদেশকেই কিছুটা এগিয়ে রাখতে চান, ‘ভারত পেস বোলিং ডিপার্টমেন্টে অনেক এগিয়ে। কিন্তু ব্যাটিংটা ধরলে ব্যাপারটা সমানে-সমান। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং অনেক কিছুই করতে পারে। অভিজ্ঞতায় তারা এগিয়ে। তবে দিনের শেষে চাপটা যে ভালোমতো মোকাবিলা করতে পারবে তারাই এগিয়ে থাকবে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সদ্ব্যবহার করার ওপরও অনেক কিছুই নির্ভর করছে।’
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি