ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হচ্ছে তিন অজি ক্রিকেটারকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৩৮, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে তিন অজি ক্রিকেটারকে। বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলীয় দলের কাপ্তান স্টিভ স্মিথ ও সহকারী অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে ব্যাটসম্যান ক্যামেরন বেকক্রফটকেও দেশে পাঠিয়ে দিচ্ছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।

সিরিজের মাঝপথে ওই তিন অজি ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়ার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাউদারল্যান্ড বলেন, বল টেম্পারিংয়ের ঘটনায় ডেরেন লেহম্যান জড়িত নয়। তাই তাকে পদ থেকে সরানো হবে না। এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই স্টিভ স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট নিষেধাজ্ঞার আওতায় আসবে বলেও ঘোষণা করেন তিনি।

এসময় তিনি বলেন, বল টেম্পারিং কখনোই খেলার আদর্শ হতে পারে না। বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠার পর থেকেই অস্ট্রেলিয়া ক্রিকেট দুর্দিন শুরু হয়েছে বলে মনে করেন তিনি। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজসহ বিভিন্ন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠছে চারদিক থেকে।

এদিকে অস্ট্রেলিয়া থেকে ম্যাথে রেনশ, গ্লেন ম্যাক্সওয়েল এবং জু বার্নসকে দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় ডেকে পাঠানো হয়েছে। আগামী শুক্রবার জোহানসবার্গে চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সিরিজ খুইয়েছেন অস্ট্রেলিয়া।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি