ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

টর্নেডো ব্যাটিংয়ে রানের পাহাড় কলকাতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ১০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৩০, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যান মানেই চার-ছক্কার ফুলঝুড়ি। এবার তা টের পেল মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ৭ নাম্বারে পজিশনে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেল চেন্নাই সুপার কিংস বোলারদের উপর ছুরি চালিয়েছেন। বন্যা বইয়ে দিয়েছেন চার-ছক্কার। তাঁর ৩৬ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে কলকাতা নাইট রাইডার্সও দাঁড় করিয়েছে পাহাড়সম রানের স্কোর। এতে ধোনি বাহিনীকে ২০৩ রানের বিশাল টার্গেট দাঁড় করায় শাহরুখ এন্ড কোং।

শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের বোলারদের ওপর চড়াও হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। আর বোলারদের বুকে শেষ পেরেকটা বসিয়েছেন আন্দ্রে রাসেল। সুনীল নারাইন ওপেনিংয়ে নেমেই ৩ বলে তোলেন ১২ রান। তবে চতুর্থ বলে হারভজন সিংয়ের শিকার হয়ে ফেরার আগে বুঝিয়ে দিয়ে যান আসছে ওয়েস্ট ইন্ডিজের আরেক ব্যাটিং দানব রাসেল। তবে নারাইন আউট হওয়ার পরই রানের গতি কমে যায় নাইটসের।

এরইমধ্যে দিনেশ কার্ত্তীক ২৫ বলে ২৬ রান করে আউট হলে এক সময় শঙ্কা যাবে চেন্নাই কি ১৫০ কোটা পেরোতে পারবে? তবে নেমেই সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অল রাউন্ডার আন্দ্রে রাসেল। তার ৮৮ রানের উপর ভর করে কলকাত ২০৩ রানের পাহাড়সম টার্গেট দাড় করায় চেন্নাইয়ের সামনে। চেন্নাইয়ের পক্ষে শেন ওয়াটসন দুটি উইকেট লাভ করেন। এ ছাড়া একটি করে উইকেট নেন হরভজন, জাদেজা ঠাকুর।

সূত্র: ইএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি