ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আজ শুরু হচ্ছে প্রিমিয়ার হকি লিগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:৪৩, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দুই বছর পর আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার হকি লিগ। ক্লাব হকি শেষ হলেও প্রিমিয়ার হকি লিগ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ হকি ফেডারেশন। তার কারণ বর্তমান রানার্সআপ দল ঊষা ক্রীড়া চক্রের আসন্ন আসরে অংশ নেয়া নিয়ে। যদিও তাদের রেখেই সূচী চূড়ান্ত করেছে ফেডারেশন।

শনিবার উদ্বোধনী দিনে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ৫টায় বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস এবং সন্ধ্যা ৭টায় ঊষা ও পুলিশের খেলা দিয়ে লিগ শুরু হবে। যদি আজ ঊষা মাঠে নামে তাহলে প্রিমিয়ার লিগ হবে ১৩ দল নিয়ে। প্রথম পর্বের খেলা শেষে সেরা পাঁচে থাকা দলগুলোকে নিয়ে সুপার লিগ হবে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খেলোয়াড় তালিকা জমা দেয়নি ঊষা ক্রীড়া চক্র। আগের আসরের রানার্স আপ দলটি হকিতে না থাকাটা হতাশা জনক। লিগ কমিটির সম্পাদক মাইজ্জামান পিলা জানিয়েছেন আমরা তো সব দল নিয়েই লিগ আয়োজন করতে চাই।

এবারের লিগে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হয়েছে। সাত জন রেজিস্ট্রেশন করা যাবে। খেলবে চার জন। বিদেশি প্লেয়ারকে খেলার ঠিক আগের দিনে সকালে রেজিস্ট্রেশন করালেও হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি