ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

আফ্রিদির সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে মুখ খুললেন আরশি খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিগ বস ১১-র সদস্য আরশি খান নিজেই দাবি করেছিলেন যে তার সঙ্গে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির যৌন সম্পর্ক হয়েছে। তার এই মন্তব্যে সংবাদমাধ্যমে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছিল। একাধিকবার এই দাবি করেছেন তিনি।
২০১৫ তে টুইটে প্রথম এই দাবি করেন আরশি খান। তিনি লেখেন, ‘হ্যাঁ, আফ্রিদির সঙ্গে আমি সেক্স করেছি। আমাকে কী কারও সঙ্গে ঘুমানোর জন্য মিডিয়ার অনুমতি নিতে হবে? এটা আমার ব্যক্তিগত জীবন। আমার কাছে এটা ভালোবাসা।’

এমনকী আফ্রিদিকে বিয়ে করবেন বলেও দাবি করেন তিনি।
পরে একটি সাক্ষাৎকারে আরশি খান বলেন, বিগ বসে ঢোকার আগে পাকিস্তানি ওই ক্রিকেটারকে ফোনও করেছিলেন তিনি।
তবে এবার সেই প্রসঙ্গে উল্টো সুর আরশি খানের গলায়। তিনি নাকি ভুল করেছিলেন। ওই টুইট করা উচিৎ হয়নি তার। রাজীব খান্ডেওয়ালের শো’তে এসে তিনি বলেন, ‘আমি আফ্রিদিকে যথেষ্ট সম্মান করি। উনি আমার জন্য অনেক করেছেন। টুইট করাটা আমার ভুল ছিল। প্রকাশ্যে এত সেনসিটিভ ইস্যু নিয়ে মুখ খোলাটা আমার উচিৎ হয়নি। আফ্রিদি সাব আমাকে অনেক দয়া করেছেন।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি