ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

এক নজরে দেখে নিন রাশিয়া বিশ্বকাপে ৩২ দলের কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ১৪ জুন রাশিয়ার মাটিতে শুরু হতে যাচ্ছে ২১তম ফিফা বিশ্বকাপ। আটটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৩২টি দল এবারের আসরে অংশ নেবে। নিচে ৩২ দলের কোচের নাম দেয়া হলো:
স্তানিসলাভ চেরচেসভ, রাশিয়া
হুয়ান এন্টোনিও পিজ্জি, সৌদি আরব
হেক্টর কুপার, মিশর
অসকার তাবারেজ,উরুগুয়ে
ফার্নান্দো স্যান্টোস, পর্তুগাল
জুলেন লোপেতেগুই, স্পেন
হার্ভে রেনার্ড , মরক্কো
কার্লোস কুইরোজ, ইরান
দিদিয়ের দেশ্যম,ফ্রান্স
বার্ট ফন মারউইক, অস্ট্রেলিয়া
রিকার্ডো গ্যারেচা, পেরু
এইজ হারেইদি, ডেনমার্ক
জর্জ সাম্পাওলি, আর্জেন্টিনা
হেইমির হলগ্রিমসন, আইসল্যান্ড
জøাটকো ডেলিচ, ক্রোয়েশিয়া
গার্নট রোহর, নাইজেরিয়া
তিতে, ব্রাজিল
ভøাদিমির পেটকোভিচ, সুইজারল্যান্ড
অসকার রামিরেজ, কোস্টা রিকা
ম্লাডেন ক্রাস্টাজিচ, সার্বিয়া
জোয়াচিম লো, জার্মানি
হুয়ান কার্লোস ওসোরিও, মেক্সিকো
জানে এন্ডারসন, সুইডেন
শিন-তায়ে ইয়ং, দক্ষিণ কোরিয়া
রবার্তো মার্টিনেজ, বেলজিয়াম
হার্নান দারিও গোমেজ, পানামা
নাবিল মালুল, তিউনিশিয়া
গ্যারেথ সাউথগেট, ইংল্যান্ড
এডাম নাওয়ালকা, পোল্যান্ড
আলিউ চিজে, সেনেগাল
আকিরা নিশিনো, জাপান
হোসে পেকারম্যান, কলম্বিয়া
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি