ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সিআর সেভেনের দাম উঠেছে ১৯৯ মিলিয়ন ইউরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনার তুঙ্গে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়োনো রোনালদো। রাশিয়ার বিশ্বকাপ থেকে তাঁর দলের বিদায়ের পরও ফুটবল বিশ্বে আলোচনা থামছে না রোনালদোকে ঘিরে। তিনি যে ফেনোমেনন। যে দলে খেলেন সেই দলই দামি হয়ে উঠে তার পদচারনায়। এবার প্রসঙ্গটা চলে গেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দিকে।

বিশ্বকাপের পরপরই ৩৩ বছর বয়সী রোনালদোকে নিয়ে গুঞ্জন উঠেছে যে তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে পারেন। পাড়ি জমাতে পারেন জুভেন্টাসে। তবে সবকিছুই চলছিল মৃদু গুঞ্জন হিসেবে। তবে এবার রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে যে বার্তা এসেছে, তাতে ব্যাপারটা গুরুত্ব দিয়েই ভাবতে হচ্ছে সবাইকে। পর্তুগালের তারকা এই ফুটবলারকে নাকি বিক্রি করে দেওয়ার কথা বিবেচনা করছে রিয়াল।

রোনালদোকে পাওয়ার জন্য জুভেন্টাসের পক্ষ থেকে রিয়ালকে দেওয়া হয়েছে ১৯৯ মিলিয়ন ইউরোর প্রস্তাব। আর সেটা নিয়ে ভাবছে রিয়াল।

৯৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন রোনালদো ৷ ২০০৯-১০ মওসুমের সেই ট্রান্সফারের পর রিয়ালের হয়ে অনবদ্য ফুটবল উপহার দিয়েছেন রোনালদো৷ দলকে টানা তিনবার ইউরোপ সেরার তকমা এনে দিয়েছেন৷ এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হয়েও বেতনের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় নন সিআর সেভেন৷ স্বাভাবিকভাবেই ক্লাব পরিবর্তন করে দর বাড়াতে চাইবেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড৷

কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হন সিআর সেভেন৷ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের হ্যাটট্রিক করার পর রোনালদো বলেছিলেন, আগামী কয়েকদিন নিজেকে সময় দিতে চাই৷ তারপর সেই সব ফ্যান যারা সব সময় আমার পাশে থেকেছেন তাদের আমার সিদ্ধান্তের কথা জানাবো ৷ রিয়াল মাদ্রিদে কাটানো সময়টা সুন্দর৷’

পর্তুগাল ফরোয়ার্ডের এই উক্তিই জল্পনা উসকে দিয়েছে যে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত মানসিকভাবে নিয়েই ফেলেছেন তিনি৷ জুভেন্তাস ভালো করেই জানে, রোনালদো যদি ক্লাব বদল করতে চায়, তবে রিয়ালের সঙ্গে চুক্তি নিয়ে সমস্যা হবে না৷ রোনালদোর সঙ্গে ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে কথা অনেকটাই এগিয়েছে জুভেন্তাসের বলেও ক্লাব সার্কিটের খবর৷

সূত্র : বিবিসি ও জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি