ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নেইমারের সঙ্গী হয়ে পিএসজিতে যাচ্ছেন কুতিনহো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আর মাত্র সপ্তাহ পরই পর্দা নামবে রাশিয়া বিশ্বকাপের। এরপরই ক্লাস ফুটবলে ব্যস্ততা শুরু হবে খেলোয়ারদের। বিশ্বকাপ পারফরমেন্সের সঙ্গে ক্লাবে খেলোয়ারদের কেনা বেচার দরদাম ঠিক হয়।  

ইতোমধ্যে হেভিওয়েট দলগুলি নিজেদের টিম গোছাতে শুরু করে দিয়েছে৷ বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যাওয়া পরই পাউলিনহোর বার্সা ছাড়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে৷ এক মওসুম বার্সায় কাটিয়ে ফের লোনে পুরনো ডেরায় ফিরেছেন ব্রাজিলিও মিডফিল্ডার৷ পরের মরশুমে চাইনিজ ক্লাব গুয়াংজু এভারগ্রানদে খেলতে দেখা যাবে পাউলিনহোকে৷

পাউলিনহোর পর বার্সা ছাড়তে পারেন আরও এক তারকা৷ ফুটবল মহলে জোর গুঞ্জন, নেইমারের ক্লাবে খেলতে পারেন কুতিনহো৷

জানা গেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) নেইমারের পর কুতিনহোকে নেওয়ার ব্যাপারে আগ্রহী৷ গত মওসুমে বার্সেলোনার ঘর ভাঙিয়ে নেইমারকে তুলে নিয়েছিল পিএসজি৷ এবার তাঁদের টার্গেট ব্রাজিলিয়ান ১১ নম্বর৷

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কুতিনহো৷ তাঁর গোলের সংখ্যা দুই৷ তাই পিএসজিতে নেইমার ১০ এর পাশাপাশি কুটিনহো ১১ কে চাইছেন কর্তারা৷ ২৬ বছরের মিডিও’র জন্য ২৭০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় পিএসজি৷

সূত্র : গোল ডট কম।

/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি