ঢাকা, রবিবার   ২৬ মে ২০২৪

ফাইনাল দেখতে মস্কো যাওয়া হচ্ছে না থাই খুদে ফুটবলারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১৩ জুলাই ২০১৮

থাইল্যান্ডের থাম লিয়াং গুহায় আটকে পড়া ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচকে বিশ্বকাপে ফাইনাল ম্যাচ উপভোগের সুযোগ করে দিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

গুহা থেকে তারা বেঁচে ফিরলেও শারীরিক অসুস্থতার কারণে মস্কোতে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্টেডিয়ামে বসে খেলা দেখা হচ্ছে না।

গত ২৩ জুন থাইল্যান্ডের ওয়াইল্ড বোরস ফুটবল ক্লাবের ১২ জন কিশোর ও তাদের কোচ প্রচণ্ড বৃষ্টিতে থাম লিয়াং গুহায় আটকা পড়ে।

উদ্ধার কাজ সফলভাবে সম্পন্ন হলে পুরো দলটিকে মস্কোতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছে ফিফা। অবশেষে ১৮ দিন পর গত মঙ্গলবার বিকালের দিকে সবাইকে উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা। এরপরই চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

গুহা থেকে উদ্ধার হওয়ার পর ফুটবল অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের সঙ্গে ফিফা যোগাযোগ করে জানতে পারে উদ্ধার হওয়া ওই ফুটবলাররা মস্কো যেতে পারবে না।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘১২ খুদে ফুটবলার ও তাদের কোচকে সফলভাবে উদ্ধারের খবরে ফিফা অত্যন্ত আনন্দিত। উদ্ধারকাজে নিয়োজিত প্রতিটি ব্যক্তিকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও দুর্ভাগ্যজনকভাবে উদ্ধার কাজ চলাকালীন একজন ডুবুরির মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ  প্রকাশ করছি। তবে থাইল্যান্ড ফুটবল ফেডারেশন আমাদের জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে ওই কিশোররা মস্কো পর্যন্ত যাওয়ার অবস্থায় নেই।’

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি