ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রোনালদো দারুণ খেলোয়ার, কিংবদন্তী: নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২১ জুলাই ২০১৮ | আপডেট: ১১:০৯, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পতুর্গিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান প্রাণভোমরা নেইমার। রিয়াল মাদ্রিদ থেকে রোনালদো জুভেন্টাসে যাওয়ায় ইতালিয়ান ফুটবল সেই গৌরবোজ্জ্বল দিনগুলো ফিরে পাবে বলে মনে করছেন নেইমার।

পিএসজি তারকা নেইমার বলেন, জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদো নাম লেখানোয় বদলে যাবে ইতালিয়ান ফুটবল। আবারও দেখা যাবে সেই ইতালিয়ান ফুটবলকে, শৈশবে যেমনটা দেখেছিলাম।

এতটুকুতেই থামেননি নেইমার। পর্তুগিজ তারকার প্রশংসা করে বলেছেন, ক্রিস্টিয়ানো একজন দারুণ খেলোয়াড়, ফুটবলের কিংবদন্তি এবং প্রতিভাবান। তাঁকে আমাদের সম্মান করতেই হবে।

বেশি দিন আগের কথা নয়। বিশ্বসেরা ফুটবলারদের চারণভূমি ছিল ইতালিয়ান সিরি আ লিগ। বিশ্বের বাঘা বাঘা ফুটবলার মাতিয়ে রাখতেন ইতালির শীর্ষস্থানীয় এই লিগ। দলবদলের বাজারে ট্রান্সফার ফির রেকর্ড ভাঙা গড়ারও খ্যাতি ছিল সিরি আ ক্লাবগুলোর। কিন্তু সেই রমরমা দিন আর নেই। দর্শকেরাও মুখ ফিরিয়ে নিয়েছে।

রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় দৃশ্যটা বদলাবে বলেই মনে করছেন নেইমার। গত বছর রিয়ালের হয়ে মাঠ কাপিয়েছেন রোনালদো। একসময় নেইমারও রিয়ালে খেলেছেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি