ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

খুলনায় ব্যর্থ আশরাফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দলে খেলেছিলেন আশরাফুল। কিন্তু খুলনায় নিজেকে প্রমাণ করতে পারেননি আশরাফুল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবির ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচে লাল দলের হয়ে খেলছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

সবুজ দলের বিপক্ষে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের বলে জাকির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০ বলে মাত্র ১ রান করে। আশরাফুল ভক্তদের আশা ছিল দ্বিতীয় ইনিংসে হয়তো ঠিকই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই অবস্থা। শুরুতে চার-ছয়ের ঝলক দেখালেও পার হতে পারেননি ২০ রানের কোঠা। ১৩ রানের মাথায় পেসার এবাদত হোসেনের বলে ফজলে রাব্বিকে ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে।


এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি