ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৫২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সাফ চ্যাম্পিয়নশিপে পুরুষদের পর এবার মেয়েরা ফুটবল মাঠে লড়াই করবে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে হারিয়ে সাফে সুন্দর সূচনা করতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল।

আজ রোববার সন্ধ্যা ৭ টায় ভুটানের মাঠে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং পাকিস্তান লড়াই। পাকিস্তানের আজ দ্বিতীয় খেলা হলেও বাংলাদেশের অভিযান শুরু আজই।

যারা ভুটান গেছেন লড়াই করতে তাদের মধ্যে প্রায় ডজন ফুটবলার রয়েছেন যারা ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল গ্রুপ পর্বের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তাই খুব ভালো মুডে রয়েছেন বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয়, এই ফুটবলাররা ভুটানের মাঠে অনূর্ধ্ব-১৫ সাফের ফাইনাল খেলে ফিরেছিলেন।

এএফসির ফুটবল বর্ষপঞ্জির সঙ্গে খেলোয়াড়দের বয়সের ধারবাহিকতা রেখে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) তাদের খেলা বাড়িয়েছে। আর মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল এবারই প্রথম আসর। ছয় দলের এই লড়াইয়ে ‘এ’ গ্রুপে ভারত, ভুটান এবং মালদ্বীপ। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল।

কোচ গোলাম রাব্বানী ছোটন মনে করেন, পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ। তাই কৃষ্ণা, মৌসুমী, মারিয়া, মনিকা, তহুরাদের নিয়ে তার বাংলদেশের লক্ষ্য অনূর্ধ্ব-১৮ সাফের ফাইনাল খেলা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি