ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সাফ অনুর্ধ্ব-১৫ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:৫৮, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সাফ অনুর্ধ্ব-১৫ এর ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তানকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ট্রাইবেকারে গড়ানো নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত ফাইনালে প্রতিপক্ষকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের জয় নিশ্চিত করে লাল সবুজের দল বাংলাদেশ।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট এবং তারপরের অতিরিক্ত সময় গড়িয়ে গেলেও ১-১ থাকা সমতা ভাঙ্গতে পারেনি কোন দলই। তাই অবধারিতভাবেই ট্রাইবেকারে নামতে হয় দুই দলকে। এই ট্রাইবেকারে পাকিস্তানের দুইটি পেনালটি শট রুখে দেন বাংলাদেশি গোলরক্ষক।

এর আগে সেমিফাইনালেও প্রতিপক্ষ ভারতকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিলো বাংলাদেশ। সে ম্যাচেও ছিলো ১-১ এর সমতা। অন্যদিকে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নিজেদের নাম লিখিয়েছিলো পাকিস্তান।

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি