ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মার্শাল-র‌্যাশফোর্ডের গোলে ম্যানইউর জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রথমার্ধে চেপে ধরেছিল স্বাগতিক এএফসি বোর্নমাউথ। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করল হোসে মরিনহোর শিষ্যরা।

শনিবার ভিটালিটি স্টেডিয়ামে ইনজুরি সময়ে মার্কুস র‌্যাশফোর্ডের লক্ষ্যভেদে ২-১ গোলে জিতেছে তারা ম্যানইউ।

শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে স্বাগতিকরা। ফর্মে থাকা ক্যালাম উইলসনের গোলে ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় তারা। দ্বিতীয় গোলের সুযোগ কয়েকবার নষ্ট করার পর বিরতির আগেই ম্যানইউর আক্রমণে পরাস্ত হয় স্বাগতিকরা। ম্যাচের ৩৫তম মিনিটে অ্যালেক্সিস সানচেস ডানপ্রান্ত দিয়ে ঢুকে বল বানিয়ে দেন অ্যান্থনি মার্শালকে। শক্তিশালী শটে ১-১ করেন তিনি।

বিরতি থেকে ফিরে অ্যান্ডার হেরেরা ও র‌্যাশফোর্ডকে বদলি মাঠে নামান মরিনহো। ম্যাচের ৬৫তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করলেও র‌্যাশফোর্ড ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। তবে ইনজুরি সময়ে পল পগবার ক্রস স্বাগতিক ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে পারেনি। তাতে বাঁ পায়ের শটে ঠিক গোলপোস্টের সামনে থেকে লক্ষ্যভেদ করেন র‌্যাশফোর্ড।

এই জয়ে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এসেছে ম্যানইউ। সমান পয়েন্টে ঠিক তাদের উপরে বোর্নমাউথ। লিগে ১০ ম্যাচে ৮ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যান সিটি।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি