ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

প্রীতির দল থেকে সরে গেলেন শেবাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কিংস ইলেভেন পঞ্জাব থেকে নিজেকে সরিয়ে নিলেন বীরেন্দ্র শেবাগ। প্রথমে ক্রিকেটার ও পরে মেন্টর এবং ক্রিকেট সংক্রান্ত ডিরেক্টরের পদে ছিলেন তিনি। শনিবার জানিয়ে দিলেন তিনি আর কোনও ভাবেই পঞ্জাবের আইপিএল দলের সঙ্গে থাকতে পারছেন না।

শনিবার নিজের টুইটারে তিনি জানিয়ে দেন, ‘সব ভাল কিছুরই শেষ আছে। কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে ক্রিকেটার হিসেবে দু’বছর ও মেন্টর হিসেবে তিন বছর খুব ভাল সময় কাটিয়েছি। এ বার সেই সম্পর্কের ইতি টানতে হচ্ছে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।’

 আইপিএলের শুরু থেকে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার পরে তিনি কিংস ইলেভেনে যোগ দেন ২০১৪ সালে।দু’বছর দলের ক্রিকেটার হিসেবে থাকার পরে ২০১৬ থেকে তিনি ছিলেন দলের মেন্টর ও কর্তা। ২৫ ম্যাচে ৫৫৪ রান রয়েছে তার। এর মধ্যে একটি সেঞ্চুরিও ছিল, যা তিনি ২০১৪-র কোয়ালিফায়ার ম্যাচে করেছিলেন।

২০১৬ সালে তিনি মেন্টর হওয়ার পরে আট নম্বরে ছিল কিংস। পরের বছর তারা সেরা চারে থাকার জায়গায় থাকলেও শেষ ম্যাচে হেরে পাঁচ নম্বরে চলে যায়। সেই বছরেই দলের মালক প্রীতি জিন্তার সঙ্গে তার কথাকাটাকাটি হয় বলে খবর পাওয়া যায়।

তথ্যসূত্র : আনন্দবাজার

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি