ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সিলেট টেস্ট

দ্বিতীয় দিনের শুরুতেই তাইজুলের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪৮, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

 

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। সিলেটে সকাল ১০ টায় খেলা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই আঘাত হানের আগের দিনের সফল বোলার তাইজুল।

তাইজুলের ঘূর্ণিতে চিকাবা ও মুরের জুটি ভাঙ্গে। চিকাবা নাজমুল হোসেন শান্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এর আগে তিনি ৮৫ বল খরচায় ২৮ রান করে যান।

এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের স্কোর ২৬৬/৬। ১০৯ ওভারের খেলা চলছে। মুর ব্যাট করছেন ৫৫ রানে। আর নতুন ব্যাটসম্যান মাঠে নেমেছেন মাসাকাদজা (৩)।

এর আগে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেল শুরু করে জিম্বাবুয়ে।

আাগের দিন জিম্বাবুয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে সফরকারীরা সংগ্রহ করে ৫ উইকেটে ২৩৬ রান।

বাংলাদেশের পক্ষে তাইজুল ৩৫ ওভার বল করে ১০৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আর মাহমুদুল্লাহ, নাজমুল, ও আবু জায়েদ নিয়েছেন একটি করে উইকেট।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি