ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বিরাট না শচীন কে সেরা, কী বললেন লারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিরাট-বন্দনায় এ বার যোগ হল কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার নাম। শনিবার এক সংবাদ সংস্থাকে তিনি জানিয়ে দিলেন, এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের নেতা একজনই। তিনি বিরাট কোহলি। যদিও শচীন টেন্ডুলকারের সঙ্গে একেবারেই বিরাটের তুলনায় যেতে চাইলেন না তিনি।

লারা বলেন, ‘এই মুহূর্তে বিরাট যা করে দেখাচ্ছে, তা সত্যিই বিস্ময়কর। ওর রান করার দক্ষতা, ফিট থাকার মানসিকতা, সব কিছুই ওকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। ওকে দেখলে বলতে ইচ্ছে করে, ক্রিকেট একজন নতুন নেতাকে পেয়েছে।’

 কে এগিয়ে, বিরাট না শচীন! সে প্রশ্নের উত্তরে লারা বলে দেন, ‘ শচীন ও আমি দু’জনই তুলনায় কখনও কান দিতাম না। আমি নিশ্চিত, বিরাটও তুলনাকে বেশি গুরুত্ব দেয় না। কারণ, যুগের সঙ্গে পাল্টায় ক্রিকেট। আর সেই যুগে যে ভাল খেলবে তাকে নিয়েই হবে চর্চা।’

লারা আরও মনে করেন, প্রত্যেক ক্রিকেটারের খেলার ধরন আলাদা। তাই রিকি পন্টিংয়ের সঙ্গে কখনওই শচীনের তুলনা চলে না। অথবা ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করা উচিত নয় স্যর গারফিল্ড সোবার্সের।

লারার কথায়, ‘আমাদের সময়ে, (রাহুল) দ্রাবিড়, শচীন, (জাক) কালিস, পন্টিং এমনকি আমি নিজেও আলাদা ঘরানার ক্রিকেট উপহার দিয়েছি। তা হলে কী করে কেউ এক জায়গায় বসে ভিভ রিচার্ডসের সঙ্গে অন্য এক জনের তুলনা করে দিতে পারে?  আমরা শুধু তাদের প্রাপ্তি নিয়ে চর্চা অথবা অলোচনা করতে পারি।’

 

তথ্যসূত্র: আনন্দবাজার

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি