ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

এক ইনিংসে ১০ উইকেট, রেকর্ড সিদাকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের ১৯ বছর বয়সী বাঁ হাতি স্পিনার সিদাক সিং। ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়লেন তিনি। কর্ণেল সিকে নাইডু অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতায় মণিপুরের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে এই নজির গড়লেন তিনি। 

২০১৮-১৯ সালের ক্রিকেট মৌসুমে নতুন দল হিসেবে সুযোগ পেয়েছে পুদুচেরি। সেই পুদুচেরির সিএপি সিয়েচেম মাঠে শনিবার তার দাপটেই মণিপুরের ইনিংস শেষ হয় মাত্র ৭১ রানে। টস জিতে ফিল্ডিং নেয় পুদুচেরি। সিদাকের প্রথম উইকেটটি আসে ম্যাচের ষষ্ঠ ওভারে। তারপর বাকিটা ইতিহাস। বাঁ-হাতি স্পিনারের বোলিং গড় ১৭.৫-৭-৩১-১০।

উল্লেখ্য, সিদাক মুম্বাইয়ের ক্রিকেটার। মাত্র ১৫ বছর বয়সে মুম্বাইয়ের হয়ে অভিষেক হয় তার। মুম্বাইয়ের হয়েও সাতটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মুম্বাই দলে খেলেন তিনি। তবে সিদাকের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। এরপর অ্যাকশন বদল করতে হয় তাকে। অ্যাকশন বদল করে এই মৌসুমে তিনি পুদুচেরির হয়ে খেলছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। কুম্বলের আগে ইংল্যান্ডের জিম লেকার ১৯৫৬ সালে ম্যাঞ্চস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন। সিদাক এবার জিম লেকার, অনিল কুম্বলের সঙ্গে এক সারিতে উঠে এলেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি