ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সিলেট টেস্টের তৃতীয় দিন: মিরাজের ঘূর্ণিতে প্রথম সাফল্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:২৪, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ১৪০ রানে এগিয়ে থেকে আজ সোমবার তৃতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে শুরুতে দেখে শুনে ব্যাট করছিলো দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়ান চারি। কিন্তু ১০ ওভার পর মেহেদী হাসান মিরাজ এনে দেন প্রথম শিকার। ওপেনার ব্রায়ান চারিকে বোল্ড করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৪৭ রান। তাদের লিড দাঁড়িয়েছে ১৮৬। 

প্রসঙ্গত গতকাল রোববার প্রথম সেশনে দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ২৮২ রানে গুটিয়ে দেয় টাইগাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ছিলো ছন্নছাড়া। জিম্বাবুয়ের বোলিং তোপে প্রথম ইনিংসে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। গুটিয়ে যায় ১৪৩ রানে। আর তাতে জিম্বাবুয়ে লিড পায় ১৩৯ রানে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি