ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

৪৭ ওভারে ১১১/৫

কঠিন চ্যালেঞ্জের মুখে ব্যাটসম্যানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:০২, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চতুর্থ দিনের শুরুতে পেসাররা এক্সট্রা বাউন্স পাচ্ছেন। বাড়তি টার্ন পাচ্ছেন স্পিনাররা। কিছু বল আপ-ডাউন করছে। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বাংলাদেশ দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। তবে যথাসম্ভব বলের গুণাগুণ বজায় রেখে খেলার চেষ্টা করছিলেন তারা। কিন্তু হার মানলেন লিটন (২৩)। সিকান্দার রাজার এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন তিনি।

এরপর চ্যালেঞ্জ উতরাতে আসেন মুমিনুল। কিন্তু তিনিও পারলেন না। কাইল জার্ভিসের ইনসুইঙ্গারে প্লেড অন হয়ে ফিরলেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেটে ১১১ রান করেছে স্বাগতিকরা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি