ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মা হতে চলেছেন আনুশকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফর্ম যেন বিরাট কোহলির পিছু ছুটছে। একের পর এক ম্যাচ জয়, উপভোগ্য ব্যাটিং উপহার দিয়ে যাচ্ছেন। বিরাট কোহলির এসব সফলতার নেপথ্যে নাকি স্ত্রী বলিউড সেনসেশন আনুশকা শর্মা।

বিরাট যখন ফর্মের তুঙ্গে তখন নাকি আরও একটা খুশির খবর এসেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার পরিবারে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আনুশকা নাকি মা হতে যাচ্ছেন।

এর জন্য নাকি আনুশকা কোনো ছবিতেই সই করছেন না। অবশ্য এ ব্যাপারে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। আনুশকা বা কোহলি এবং তাঁদের পরিবার থেকেও কিছু বলছেন না কেউই। অবশ্য বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে।

অবশ্য কদিন আগে আনুশকাদের পারিবারিক গুরুর সঙ্গে দেখা করে এসেছেন এই দম্পতি। তখনই আলোচনা শুরু হয়ে যায় নতুন কোনো সুখবর আসতে যাচ্ছে কি তাঁদের পরিবারে?

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছর ডিসেম্বরে সাত পাঁকে বাঁধা পড়েছিলেন কোহলি-আনুশকা। অবশ্য ২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সুবাদে আনুশকার সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। এখন তা পরিণয়ে রূপ পেয়েছে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি