ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

কিউইদের ৬ উইকেটে হারিয়ে সমতায় পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান।

শুক্রবার রাতে আবুধাবীতে টস জিতে ব্যাট করতে নাম কিউইরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৮৬ রানে অপরাজিত থাকেন রস টেলর। ১২০ বলে ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। হেনরি নিকোলস ৩৩, ওপেনার জর্জ ওয়ার্কার করেন ২৮ রান।

পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন শাহীন আফ্রিদি।

জবাবে ২১০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১২ রান করলে জয় নিয়ে সিরিজে সমতায় ফিরে পাকিস্তান। ফকর জামান ৮৮, বাবর আজম ৪৬ ও মোহাম্মদ হাফেজ করেন ২৭ রান।

প্রথম ম্যাচে কিউইদের কাছে হেরেছিল পাকিস্তান। আগামীকাল রোবাবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি