ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারালো জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জার্মানি। বৃহস্পতিবার রাতে রাশিয়ার লেইপজিগের রেড বুল অ্যারিনা স্টেডিয়ামের খেলায় এই জয় পায় জার্মানি।

জার্মানির হয়ে তিনটি গোল করেছেন লিরয় সানে, নিকলাস সুয়েলে ও সার্জি জিনাব্রেই। তিনটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে।

খেলার অষ্টম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। জিনাব্রেই বল পেয়ে ম্যানচেস্টার সিটির উইঙ্গার লিরয় সানেকে পাস দেন। বল পেয়ে সানে জার্মানির হয়ে তার প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।

বায়ার্ন মিউনিখের রক্ষণভাগের খেলোয়াড় সুয়েলে ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। কর্নার থেকে বল পেয়ে তিনি গোল করেন।

পরে জার্মানির হয়ে তৃতীয় গোলটি করেন সার্জি জিনাব্রেই।তিনি ম্যাচের ৪০ মিনিটে গোলটি পান।এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানরা।

দ্বিতীয়ার্ধে কোন দলই গোল পাননি। তাই ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান দল।

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি