ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ইন্টারের বিপক্ষে জুভেন্টাসের দুর্দান্ত জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ছন্দে ছুটে চলা জুভেন্টাস দারুণ এক জয় পেয়েছে। মারিও মানজুকিচের একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।

শুক্রবার রাতে সিরি ‘আ’র লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে মাত্র ১-০ গোলে জয় পেয়েছে জুভেন্টাস।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ১০ম মিনিটে গোলের প্রথম সুযোগটি পায় জুভেন্টাস। বাম পাশ থেকে রোনালদোর ক্রস ডি-বক্সের মাঝ বরারবর পেয়ে হেড করেন পাওলো দিবালা। গোলরক্ষকের আঙুল ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায় বল। এরপর ম্যাচের ২৯তম মিনিটে গোলের সুযোগ হারায় অতিথিরা। ইতালিয়ান মিডফিল্ডার গালিয়ার্দিনির শট গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বাধা হয়ে দাঁড়ায় গোল পোস্ট। গোল শূন্য ড্রতেই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। অবশেষে খেলার ৬৬তম মিনিটের মাথায় মারিও মানজুকিচ জোরালো হেডে গোলের দেখা পায় জুভেন্টাস। চলতি লিগে ক্রোয়াট ফরোয়ার্ডের এটি সপ্তম গোল।

শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে ইন্টার। কিন্তু জুভেন্টাসের জমাট রক্ষণই ভাঙতে পারেনি ১৮ বারের লিগ চ্যাম্পিয়নরা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এ জয়ে ১৫ ম্যাচে ১৪ জয় ও ১ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি। জুভেন্টাসের সমান ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি