ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

দ্বিতীয় রাউন্ডে লিভারপুল

বাঁচামরার ম্যাচে জ্বলে উঠলেন সালাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫২, ১২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়নস লিগের নকআউটপর্বে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না লিভারপুলের। বাঁচামরার ম্যাচে জ্বলে উঠলেন মোহামেদ সালাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন তিনি। তার গোলে নাপোলিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে অলরেডরা।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে নাপোলিকে আতিথ্য দেয় লিভারপুল। শুরু থেকে অতিথিদের চাপে রাখে স্বাগতিকরা। তবে গোলের দেখা মিল ছিল না। অপেক্ষার পালা শেষ হয় ৩৪ মিনিটে। জেমস মিলনারের পাস ধরে গোলরক্ষকের দুপায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান সালাহ। দারুণ ছন্দে আছেন তিনি। শনিবার লিগে বোর্নমাউথের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মিসরীয় রাজা।
এবারের চ্যাম্পিয়নস লিগে সালাহর এটি তৃতীয় গোল। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩তম। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি