ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

টাইগারদের জার্সিতে থাকছে ইউনিসেফের লোগো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এখন থেকে সাকিব-তামিমদের জার্সিতে থাকছে ইউনিসেফের লোগো। এ বিষয়ে ইউনিসেফের সঙ্গে দুই বছরের একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতিসংঘের অধীনে এই সংস্থাটি এই প্রথম কোনো জাতীয় দলের সঙ্গে এমন চুক্তি করল।

ফুটবল দলে ইউনিসেফের লোগো বিরল কিছু। কয়েক বছর আগেও বার্সেলোনার জার্সিতে কোনো স্পন্সর ছিল না। সে সময় জাভি-মেসিদের শার্টে শোভা পেত শুধু ইউনিসেফের লোগো। বাংলাদেশ ফুটবল দলের জার্সিতেও এখন থেকে তা দেখা যাবে। আজ বিসিবির সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে উপস্থিত ছিলেন বিসিবি সিইও নিজাউদ্দিন চৌধুরী সুজন ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার।

শুধু ছেলেদের জাতীয় ক্রিকেট দল নয়, মেয়েদের ও অনূর্ধ্ব-১৯ দলেও এই লোগো থাকবে। এখন থেকে বিশেষ করে অনূর্ধ্ব-১৮ মেয়েদেরসহ শিশু-কিশোরদের ওপর জোর দিয়ে বিসিবির ক্রিকেট কার্যক্রমের অংশীদার হবে ইউনিসেফ।

অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি বেগবেদার বলেছেন, আগেও বিসিবি ও ইউনিসেফের মধ্যে বেশ কিছু কর্মসূচি সাফল্যের সঙ্গে হয়েছে। নতুন এই চুক্তির মাধ্যমে ক্রিকেট আরও বেশি সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাবে বলে আমরা আশা করি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি