ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ইউরোপা লিগের শেষ ষোলোয় আর্সেনাল

প্রকাশিত : ০৯:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বেলারুশের বাতে বরিসভের বিপক্ষে প্রতিশোধটা ভালোভাবেই নিল আর্সেনাল। ফিরতি পর্বে ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দ্য গানারসরা। এতে ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠে গেছে ইংলিশ ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে মিরেটস স্টেডিয়ামে বরিসভকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতেছে উনাই এমেরির দল। গত সপ্তাহে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছিল ইংলিশ জায়ান্টরা।  

নিজেদের মাঠে খেলতে নেমে প্রতিপক্ষের ভুলে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। পিয়েরে-এমেরিক আউবামেয়াং ডান দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে নিচু ক্রস বাড়ান। কিন্তু বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো জালে ঠেলে দেন বেলারুশের ডিফেন্ডার ভলকভ।

এর পর ম্যাচের ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। গ্রানিত জাকার বাঁকানো কর্নারে হেডে বল জালে জড়ান জার্মান ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধান বাড়ানো গোলটিও আসে সুইস মিডফিল্ডার জাকার আরেকটি কর্নার থেকে। এবার লাফিয়ে হেডে বল ঠিকানায় পাঠান পাঁচ মিনিট আগে বদলি নামা গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলস। আর এ কারণে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। এর ফলে ইউরোপা লিগের শেষ ষোলোতে জায়গা পাওয়ার মঞ্চটাও প্রায় নিশ্চিত হয়ে যায় এমেরির শিষ্যদের। শেষ পর্যন্ত হয়েছে সেটাই।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি