ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ডি মারিয়ার জোড়া গোলে সেমিতে পিএসজি

প্রকাশিত : ১১:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আর্জেন্টাইন তারকা উইঙ্গার আনহেল ডি মারিয়ার জোড়া গোলে দিজোঁকে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। দলের সেরা তারকা নেইমার ও এডিনস কাভানিকে ছাড়াই দলকে এ উচ্চতায় নিয়ে যান ডি মারিয়া।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে  শেষ আটে ৩-০ গোলে জেতে প্যারিসের ক্লাবটি। স্বাগতিকদের তৃতীয় গোলটি করেন তমা মুনিয়ে।

চোটের কারণে অনেক দিন ধরে দলের বাইরে রয়েছেন দলটির অন্যতম সেরা খেলোয়াড় নেইমার ও  কাভানি। আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ টমাস টুখেল।দলে গুরুত্বপূর্ণ এ তিন খেলোয়াড় না থাকা শর্তেও জয় নিয়ে মোটেও ভাবনায় পড়তে হয়নি পিএসজিকে।

ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ডি মারিয়া। এরপর ২৮তম মিনিটে ড্রাক্সলারের সহায়তায় নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান দিগুণ করেন তিনি।

বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। এই জয়ের মাধ্যমে সেমিফাইনালের টিকিট পায় পিএসজি।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি