ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

তিক্ত অভিজ্ঞতা আর্সেনালের

প্রকাশিত : ১০:৪৫, ৮ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৪৬, ৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রেনেসের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। অবশেষে তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হলো ইংলিশ জায়ান্ট ক্লাবটিকে। এবারই প্রথম ফরাসি কোনও ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হার দেখল গানাররা।

বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল স্তাদে রেনেস।

রোয়াজন পার্কে ম্যাচের চতুর্থ মিনিটে অ্যালেক্স আইয়োবির গোলে এগিয়ে যায় অতিথিরা। বাঁকানো ক্রস শট দূরের পোস্টে লেগে ঢোকে জালে। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ইংলিশ জায়ান্টরা।

ম্যাচের ৪২তম মিনিটে বেঞ্জামিন বোরিগেদের গোলে সমতা ফেরে ফরাসি ক্লাব রেনেস। এর আগের মিনিটে অবশ্য সক্রেটিস পাপাস্তাপোলুস লাল কার্ড দেখলে ১০ জনের দল হয় আর্সেনাল। সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত আর্সেনাল ম্যাচের ৬৫তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। নাচো মনরিয়েল এগিয়ে দেন রেনেসকে। ডান দিক থেকে রেনের ফরাসি খেলোয়াড় মেদির ক্রস স্প্যানিশ ডিফেন্ডার মনরিয়েলের পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষক পেতর চেকের।

আর ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে ইসমাইল সারার চমৎকার হেডে দারুণ জয় পায় স্বাগতিকরা।

আগামী বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে হবে ফিরতি লেগ। সেখানেই চূড়ান্ত হবে কে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি