ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

মিরাজের আঘাতে সাজঘরে করুনারত্নে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মাত্র ১০ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়লেও একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমত ব্যাটিং তাণ্ডব চালায় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে ১৫তম ওভারে করুনারত্নেকে তুলে নিয়ে লঙ্কান তাণ্ডবে ছেদ টানেন মিরাজ। 

শুরুতেই লংকান ওপেনার অভিস্কা ফার্নান্দোকে ফেরান ৩২ মাস পর দলে ফেরা শফিউল ইসলাম। তবে ফার্নান্দোর বিদায় যেন শাপেবর হয় দলটির জন্য। উইকেটে নেমেই বেশ হাত খুলে ব্যাটিং করছেন কুশল পেরেরা। এরইমধ্যে অধিনায়ক দিমুথ কারুনারত্নেকে পিছনে ফেলে তুলে নিয়েছেন নিজের ফিফটি। মাত্র ৩৮ বলে দশ চারে এসেছে পেরেরার হাফ সেঞ্চুরি। সেইসঙ্গে দলের স্কোরে এদুজনে যোগ করেছেন ৯৭ রান। 

তবে ১৫তম ওভারের শেষ বলে কারুনারত্নে মিরাজের শিকার হয়ে ফিরলে দলীয় ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। মারকুটে পেরেরা ৬৫ রানে এবং কুশল মেন্ডিস ব্যাট করছেন ৭ রানে।

শেষ বার বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন প্রায় তিন বছর আগে। লম্বা সময় ফের জাতীয় দলে ফিরে শুরুতেই টাইগারদের হয়ে লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন শফিউল ইসলাম। ওপেনার আভিস্কা ফের্নান্ডোকে ফিরিয়েছেন তিনি। তার অফ স্টাম্পের বেশ বাইরে রাখা বলে জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়েছিলেন তিনি। তবে স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েছেন এ ওপেনার। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ৭ রান করেছেন তিনি।

দলীয় ১০ রানে পড়েছে শ্রীলঙ্কার প্রথম উইকেট। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৩ রান। ৫ রানে ব্যাট করছেন কারুনারাত্নে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন কুশল পেরেরা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি