ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সেরেনাকে কাঁদিয়ে বিয়াঙ্কার ইতিহাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ৮ সেপ্টেম্বর ২০১৯

মার্কিন কিংবদন্তী সেরেনা উইলিয়ামসকে কাঁদিয়ে ইউএস ওপেন-২০১৯ নারী এককের শিরোপা জিতেছেন ১৯ বছর বয়সী বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কু। শনিবার রাতের ফাইনালে ১ ঘণ্টা ৪০ মিনিটের লড়াইয়ে সেরেনাকে  ৬-৩, ৭-৫ গেমের সরাসরি সেটে হারিয়েছেন ক্যানাডিয়ান সুন্দরী।

আর এর ফলে নারী ও পুরুষ একক মিলিয়ে কানাডার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের অনবদ্য কীর্তি গড়েছেন বিয়াঙ্কা। যাতে অনন্য রেকর্ডের স্বপ্ন ভেঙে যায় মার্কিন কৃষ্ণকলির। 

এদিকে, প্রথমবারের মতো কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেই বাজিমাত করেছেন ক্যানাডিয়ান তরুণী বিয়াঙ্কা। ২০০৬ সালের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জিতলেন ১৯ বছরের বিয়াঙ্কা।

অন্যদিকে, ৩৭ বছর বয়সী সেরেনার সামনে ছিল রেকর্ডের হাতছানি। চ্যাম্পিয়ন হলেই মার্গারেট কোর্টের গড়া ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তি ছুয়ে ফেলতেন তিনি। তবে অপেক্ষার পালাটা আরও বাড়ল সেরেনার। গেল এক বছরে এই নিয়ে মোট চারটি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে হেরেছেন তিনি।

শিরোপা জেতার পর বিয়াঙ্কা জানিয়েছেন, ‘এই মুহূর্তটির জন্য আমি লম্বা সময় ধরে অপেক্ষা করছিলাম। এটা (গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন) বাস্তবে পরিণত হওয়াটা আসলেই একটা অসাধারণ ব্যাপার।’

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি