ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

পুরনো রূপেই দেখা যাবে সাকিবকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ২৯ অক্টোবর ২০২০

গোটা এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্ব সেরা অলরাউন্ডারের এমন নিষেধাজ্ঞায় হতাশ হয়েছিলো ক্রিকেট বিশ্ব। তবে সদ্যই তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ ক্রিকেটে ফিরতে সাকিবের আর কোন বাঁধা নেই।

নিষেধাজ্ঞা শেষ হবার পর ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আশা করা হচ্ছে- পুরনো রূপেই দেখা যাবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে বিভিন্ন ছবি ও পোস্টের ঝড় উঠেছে। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম থেকে শুরু করে যুব দলের ক্রিকেটাররাও সাকিবকে স্বাগত জানিয়েছেন। এমনকি সাকিবের প্রত্যাবর্তন উদযাপন করেছেন বিশ্বের আনাচে-কানাচে থাকা তার ভক্তরা।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক গেল এক বছর নিষিদ্ধ ছিলেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে আজ থেকে খেলার জন্য উন্মুক্ত হয়ে গেলেন তিনি।

এ নিয়ে ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘তরুণ বয়সে আমরা একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম এবং কখনও পেছনে তাকাতে হয়নি। গত বছর এটা শুনে খুব বড় ধাক্কা খেয়েছিলাম যে- আমরা এক বছরের জন্য আর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারবো না। আমাদের কত চমৎকার স্মৃতি, ভালো সময়ে এক সঙ্গে ছিলাম এবং কঠিন সময়েও। আমি খুব আনন্দিত যে, এক বছর শেষ এবং একসঙ্গে আবারও মাঠে নামবো। তুমি সব সময় একজন চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছো এবং তোমার সঙ্গে আরও বেশি বেশি ম্যাচ জয়ী জুটি গড়ার জন্য আর অপেক্ষা সইছে না আমার। ইনশাআল্লাহ, এক সঙ্গে আমরা দেশের জন্য আনন্দ বয়ে আনবো।’

সাকিবকে নবাব (কিং) বলে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম। তিনি লিখেছিলেন, ‘নবাবকে স্বাগতম- সাকিব ভাই।’

যেখানে পড়াশোনা ও ক্রিকেট শিখেছেন সাকিব, সেই বিকেএসপি লিখেছে, ‘সাকিব আল হাসানকে স্বাগতম। ইনশাআল্লাহ, নবাব আবার বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবেন!’

উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আবারও সাকিবের গর্জন শুনতে চান। অনুশীলন থেকে ফিরে সাকিবের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘ক্রিকেট গ্রাউন্ডে ভাইকে স্বাগতম।’

সাকিবের সাথে উইকেট উদযাপন করা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পোস্ট করে লিখেছেন, ‘স্বাগতম, সাকিব ভাই।’

দু’জনের টেস্ট ম্যাচের একসঙ্গে ছবিসহ হার্টের ইমোজি দিয়ে সৌম্য সরকার লিখেছেন, ‘স্বাগতম ভাই।’
সাকিবকে কিংবদন্তি হিসেবে উল্লেখ করে লিটন কুমার দাস পোস্টে লিখেছেন, ‘স্বাগতম, কিংবদন্তি।’
সাকিবের সাথে তোলা একটি ছবি পোস্ট করে ইমরুল কায়েস আঞ্চলিক ভাষায় লিখেছেন ‘আসুন সাকিব।’

মোহাম্মদ সাইফ উদ্দিন লিখেছেন, ‘এটা আমার প্রথম ওয়ানডে সিরিজের তোলা ছবি, আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই তাদের খেলা দেখেই বড় হয়েছি এবং এক প্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও তার বড় ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনও টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয়, আমার ইচ্ছা আছে তার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই, মাঠের মানুষকে আবারো মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’

মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের পোস্ট, ‘রাজা ফিরেছে, স্বাগতম সাকিব ভাই।’ ‘স্বাগতম ভাই’- লিখেছেন সাব্বির রহমানও।

সাকিবকে জীবন্ত কিংবদন্তি বলে আখ্যায়িত করেছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। তিনি লিখেছেন, ‘স্বাগতম, সাকিব ভাই! আবারও একই দলে আপনার সঙ্গে খেলতে অধীর অপেক্ষায় আছি। আপনার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা অনেক বড় পাওয়া। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আশা করি, খুব শিগগিরই বাংলাদেশের জন্য একসঙ্গে খেলতে পারবো।’

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি