ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ফের ভারতীয় স্পিনে অসহায় ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৪ মার্চ ২০২১

ইংলিশ শিবিরে জোড়া আঘাত হানার পর উড়ন্ত সিরাজ

ইংলিশ শিবিরে জোড়া আঘাত হানার পর উড়ন্ত সিরাজ

প্রথম সেশনের শুরুতেই তিনটি উইকেট তুলে নেয়ার পর দ্বিতীয় সেশনে ভারত নিল আরও ২টি উইকেট। আর দিনের তৃতীয় তথা শেষ সেশনের শুরুতেও আরেকবার আঘাত হানলো ভারতীয় বোলাররা। যাতে ১৭০ রানেই ৭ ব্যাটসম্যানকে হারিয়ে রীতিমত ধুঁকছে অসহায় ইংল্যান্ড। 

তৃতীয় সেশনের খেলা এগিয়ে চলছে। এ পর্যন্ত ৬৭ ওভারে ইংলিশদের সংগ্রহ ৭ উইকেটে ১৭৪ রান। ক্রিজে আছেন ড্যান লরেন্স ৩৫ রানে।

এর আগে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রবিচন্দ্রন অশ্বিনের প্রথম শিকার হন ওলি পোপ। শর্ট লেগে শুবমান গিলের হাতে ধরা পড়ার আগে দুই চারে ২৯ রান আসে তাঁর ব্যাট থেকে। 

তাঁর আগে প্রথম সেশনে ভারতীয় বোলারদের যে দাপট দেখা যাচ্ছিল, দ্বিতীয় সেশনে বিধ্বংসী স্টোকসদের দাপটে তা কিছুটা ম্লান হতে দেখা যায়। তবে ভারতীয় বোলাররা এখনও যে ইংরেজ ব্যাটসম্যানদের স্বচ্ছন্দে খেলতে দিচ্ছেন, এমনটা কিন্তু নয়।

তবে ভারতীয়দের রক্তচক্ষু উপেক্ষা করে ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যায় একমাত্র বেন স্টোকসকেই। তবে তার আগেই এই ইংরেজ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। ফেরার আগে অবশ্য ফিফটি পূরণ করেন স্টোকস। ১২১ বলে ৫৫ রান আসে তাঁর ব্যাট থেকে।

ভারতীয় বোলারদের মধ্যে অক্সার প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও অশ্বিন ২টি করে উইকেট লাভ করেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি