ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সবার উপরে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২৬ মে ২০২১

ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকানোর পর মুশফিকের উদযাপন

ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকানোর পর মুশফিকের উদযাপন

Ekushey Television Ltd.

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তামিমের দল। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতে ৫০ পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলাদেশ।

গত ২৩ মে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারিয়ে ছয় নম্বর থেকে পয়েন্ট টেবিলের চারে উঠেছিল বাংলাদেশ। প্রথম তিনে থাকা ইংল্যান্ড, পাকিস্তান আর অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান থাকলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে চারে স্থান পায় বাংলাদেশ। 

পরে ২৫ মে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও ১০৩ রানের বড় জয় পায় টাইগাররা। যাতে ইংল্যান্ড, পাকিস্তান আর অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এক নম্বর পজিশনে উঠে বসে তামিমের দল। এ ম্যাচ জিতে এ তিন দলের সাথে দশ পয়েন্টের ব্যবধান গড়ে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। 

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে মুশফিকুর রহিমের ১২৫ রানের দুর্দান্ত ইনিংসে চড়ে ২৪৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। এরপর টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সফরকারীরা ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে থামলে ১০৩ রানের বড় জয় পায় বাংলাদেশ।

এ জয় দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। আগামী শুক্রবার (২৮ মে) সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে একই সময়ে।

এক নজরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল


এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি