ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

টানা দুই পরাজয়ে আইপিএল নিষিদ্ধের দাবি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ১ নভেম্বর ২০২১

পাকিস্তানের পর নিউজিল্যান্ড, টানা দুই পরাজয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় অসম্ভব হয়ে উঠেছে কোহলিদের জন্য। এবারের আসরের আয়োজক দলটির এমন পারফরম্যান্সের পর বহুল জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিষিদ্ধের দাবি জানিয়েছেন খোদ ভারতীয়রাই।

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগকে ঘিরে উন্মাদনায় বুঁদ থাকে গোটা ক্রিকেট বিশ্ব। ভারতে করোনা মহামারী ভয়ানকভাবে ছড়িয়ে পড়লে আইপিএলের চতুর্দশ আসর স্থগিত করা হয়। পরে তা সম্পন্ন হয় সংযুক্ত আরব আমিরাতে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্বালেই।
 
আইপিএলের পরপরই বিশ্বকাপ- তাই টানা খেলার ধকলে রীতিমত ক্লান্ত ভারতীয় ক্রিকেটাররা- এমনটাই মনে করছেন অনেকে। এমনকি ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহও জানিয়েছেন, টানা খেলার ধকলে ক্লান্ত হয়ে পড়েছেন তারা। যদিও বিশ্বকাপে ভারতের ম্যাচগুলোর মাঝে বিরতি রাখা হয়েছে বেশ কয়েক দিনেরই। যেখানে অন্য দলগুলো খেলছে একদিনের বিরতিতেই।

তবে সমর্থকরা অবশ্য এই ক্লান্তির কারণে আইপিএল নিষিদ্ধের দাবি তোলেননি। তারা মনে করছেন, ক্রিকেটাররা জাতীয় দলের চেয়ে আইপিএলের খেলাকে বেশি প্রাধান্য দেয়ার কারণেই বিশ্বকাপে এমন অপ্রত্যাশিত পারফরম্যান্স দেখতে হচ্ছে। আর তাই ভারতের ক্রিকেট সমর্থকরা জোর গলায় বলছেন- আইপিএল নিষিদ্ধ করো।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে মানসিকভাবে পিছিয়ে পড়া কোহলি-রোহিতরা নিউজিল্যান্ডের কাছেও পরাজিত হয় ৮ উইকেটে। আর এর পরই টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় ‘ব্যান আইপিএল’ হ্যাশট্যাগটি। 

দেশটির সমর্থকদের একটা বড় অংশের অভিযোগ, ক্রিকেটাররা এখন শুধু টাকার পেছনেই ছুটছেন, যার কারণে আইপিএল তাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। জাতীয় দলের খেলায় যার প্রভাব পড়ছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি