ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

হ্যাটট্রিক জয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ২৯ অক্টোবর ২০২১

জয়ের আনন্দে একে অপরকে জড়িয়ে ধরলেন আসিফ ও শাদাব

জয়ের আনন্দে একে অপরকে জড়িয়ে ধরলেন আসিফ ও শাদাব

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে দেয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নেয় বাবর আজমের দল। শুক্রবার (২৯ অক্টোবর) হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ৬ বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। সেইসঙ্গে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালেও এক পা দিয়ে রাখল বাবর বাহিনী।

এদিন টস জয়ী আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ে নেমে ৩৯ রানেই প্রতিপক্ষের ৪টি উইকেট তুলে নেয় পাকিস্তান। তবে মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইবের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা। যার জবাব দিতে নেমে রশিদ-নবি-মুজিবদের স্পিনে পাঁচটি উইকেট হারালেও আসিফ আলীর ক্যামিও ইনিংসে এক ওভার হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় পাকিস্তান।

দলের পক্ষে ফিফটি হাঁকিয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে ফখর জামানের ব্যাট থেকে। তবে ১৯তম ওভারেই চারটি ছক্কা হাঁকিয়ে মাত্র ৭ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন আসিফ আলীই। 

এর আগে নিজেদের ইনিংসের ত্রয়োদশ ওভারে দলীয় ৭৬ রানে ষষ্ঠ উইকেট হারানো আফগানদের হয়ে সপ্তম উইকেটে জুটি বেঁধে শেষ ৪৩ বল থেকে ৭০টি মূল্যবান রান তুলে দলের স্কোরকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যান এই দুজন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে গুলবাদিন নাইবের উইলো থেকে। তাঁর ২৫ বলের এই ইনিংসে ছিল চারটি চারের সঙ্গে একটি ছক্কার মার।  ওই অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক। 

আর তাঁর সঙ্গী মোহাম্মদ নবিও অপরাজিত থাকেন সমান ৩৫ রান করেই। তবে তাঁর ৩২ বলের এই ইনিংসে ছিল কেবল পাঁচটি চারের মার। 

পাকিস্তানের পক্ষে ২৫ রানে ২টি উইকেট নিয়ে সফল বোলার ছিলেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। এছাড়া আফ্রিদি, সাদাব, হারিস ও হাসান আলী প্রত্যেকেই নেন একটি করে উইকেট।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি