ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

টি-টোয়েন্টি সিরিজের টিকিটমূল্য সর্বনিম্ন ১০০ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ১ মার্চ ২০২২ | আপডেট: ১৮:৩০, ১ মার্চ ২০২২

দেখতে দেখতেই শেষ হয়ে গেল বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। ২-১ ব্যবধানে জেতার পর এবার লড়াইটা হবে টি-টোয়েন্টিতে। ৩ মার্চ থেকেই শুরু হচ্ছে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে কিছু সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থাকলেও বিশ ওভারের এ সিরিজে গ্যালারিভর্তি দর্শক রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

যার টিকিট বিক্রি শুরু হবে একদিন আগে অর্থাৎ ২ মার্চ (বুধবার) থেকে এবং সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

মঙ্গলবার বিসিবির এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করে জানানো হয়েছে, প্রতি ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। যা বিক্রয় করা হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। সবচেয়ে কম মূল্যের টিকিট ইস্টার্ন স্ট্যান্ডের এবং বেশি মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকেল ৩টা থেকে।

টিকিটের মূল্যতালিকা-

  • ইস্টার্ন স্ট্যান্ড: ১০০ টাকা

  • নর্থ/সাউথ স্ট্যান্ড: ১৫০ টাকা

  • ক্লাব হাউজ: ৩০০ টাকা

  • ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা

  • গ্র্যান্ড স্ট্যান্ড: ১,০০০ টাকা

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি