ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

১৪ বছর পর অধিনায়কত্ব ছাড়লেন ধোনি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ২৪ মার্চ ২০২২

মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা

মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা

শনিবার থেকেই শুরু হচ্ছে আইপিএলের ১৫তম আসর। তবে এর আগেই হঠাৎকরে চেন্নাই সুপার কিংস (সিএসকে) দলে দেখা গেল বড়সড় পরিবর্তন। প্রথম ম্যাচে নামার দু’দিন আগেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব তুলে দিলেন রবীন্দ্র জাদেজাকে। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সিএসকে।

২০০৮-এ শুরু হয় আইপিএল। আর প্রথম থেকেই চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে আছেন ধোনি। মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে দু’বছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। তখন পুণে সুপার জায়ান্টে খেলেছিলেন ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। 

চেন্নাই আইপিএলে ফেরার পর ধোনিকে ফের অধিনায়ক হিসেবে ফেরায় দলটি। প্রত্যাবর্তনের পর দু’বারই আইপিএল জিতেছে চেন্নাই। গত বারও তারা ফাইনালে হারায় কলকাতা নাইট রাইডার্সকে।

এদিকে, ২০১২ সাল থেকেই চেন্নাইয়ে খেলছেন রবীন্দ্র জাদেজা। মাঝে একবার ধোনির অনুপস্থিতিতে চেন্নাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। সেক্ষেত্রে জাদেজা হলেন তৃতীয় ক্রিকেটার, যিনি চেন্নাইকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে আচমকাই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন ধোনি। শুধু তাই নয়, টেস্ট ফরম্যাট থেকেই অবসর নিয়ে ফেলেন তখন। ২০১৭ সালে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে যান বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। 

এরপর ২০২০ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে নেটমাধ্যমে এক ভিডিও পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নেন মহেন্দ্র সিং ধোনি। তখন অবশ্য প্রশ্ন উঠেছিল তার আইপিএল খেলা নিয়েও। তখন অবশ্য ‘আইপিএলে খেলে যাবেন’ বলেই জানিয়ে দিয়েছিলেন ধোনি।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি