ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

সকালে মাঠে থাকলে হার্ট অ্যাটাক করতাম: পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৩ মে ২০২২ | আপডেট: ২১:১৪, ২৩ মে ২০২২

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি

হুড়মুড়িয়ে পড়ছে উইকেট! আর আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে নিয়ে স্টেডিয়ামে বসেই খেলা দেখছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টিভি ক্যামেরায় একাধিকবার ধরা পড়ে বিসিবি সভাপতির বিমর্ষ চেহারা।

এরপর তো মাত্র ২৪ রানেই টাইগাররা হারিয়ে ফেলে ৫টি উইকেট! ঢাকা টেস্টের প্রথম ঘণ্টা না হতেই এমন ভূতুড়ে দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েছিলেন সবাই। 

তবে ওই ৫ উইকেট পড়ার আগেই অবশ্য মাঠ ছেড়ে যান বিসিবি সভাপতি। দিনশেষে টাইগাররা ঘুরে দাঁড়ালেও পাপনের রসিকতা, ওই সময় মাঠে থাকলে নাকি হার্ট অ্যাটাক করে বসতেন তিনি!

আইসিসি চেয়ারম্যানের সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতিকে কথা বলতে দেয়া হলে তিনি জানান, ‘হার্টের ডাক্তার দেখিয়ে নেই একটু? কার্ডিওলজিস্টের কাছে যাই আজকে!’

এরপর অবশ্য গণমাধ্যমের সাথে কথা বলেছেন নাজমুল হাসান পাপন এমপি। সেখানেও ছিল রসিকতার ছোঁয়া। বিসিবি বস বলেন, ‘আল্লাহর রহমত, আমি মাঠে ছিলাম না। আমরা তখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন আমাকে- এই, কী অবস্থা খেলার? আমি বললাম- আপা, সাহস নাই দেখার! আমি যতক্ষণ মাঠে না যাব, খেলার খবর শুনছি না। মাঠে এসে লিফটের সামনে দাঁড়িয়ে দেখলাম এই অবস্থা। তখন তো স্বাভাবিকভাবেই অবাক।’ 

হতাশ হয়ে একপর্যায়ে খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলেন বিসিবি সভাপতি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেসেজে জানতে পারেন লিটন ও মুশফিকের শতকের কথা, ঘুরে দাঁড়ানোর কথা।

পাপন বলেন, ‘মুশফিক ও লিটন যেভাবে ব্যাট করেছে, তারা বিশেষ প্রশংসার দাবীদার। অবিশ্বাস্য! আমাদের কপালটা একটু খারাপ যাচ্ছে। প্রথম টেস্টেও আমরা আশাতীতভাবে কিছু উইকেট হারিয়ে ফেলি, তা না হলে রান আরও বেশি হত। আজ (সোমবার) টস জিতে ব্যাটিং নিয়েছে, বুঝতেই পারছেন, অনেক রান করবে এমন আশায়। কিন্তু প্রথম দিকে কেউই দাঁড়াতে পারেনি। ৬.৫ ওভারেই খেলা প্রায় শেষ!’

তবে দিনশেষে লিটন ও মুশফিকের শতকে চালকের আসনেই বসে গেছে বাংলাদেশ। স্বাগতিকরা ৫ উইকেট হাতে নিয়েই দিন পার করেছে ২৭৭ রান তুলে। নিজ নিজ শতকের পাশাপাশি রেকর্ড গড়া ২৫৩ রানের অনবদ্য জুটি গড়েছেন দুজনে, যা ষষ্ঠ উইকেটে দেশের পক্ষে সর্বোচ্চ। 

অবশ্য বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ উইকেটের সেরা জুটিটি ৩৯৯ রানের, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের দখলে। সেটা ছুঁতে হলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে লিটন-মুশফিককে। 

মঙ্গলবার লিটন দাস ক্যারিয়ার সেরা ১৩৫ রান নিয়ে এবং মুশফিক ১১৫ রান নিয়ে ব্যাট করতে নামবেন।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি