ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সর্বোচ্চ গোলদাতার শীর্ষে রোনালদো, তৃতীয় মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ফুটবলে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আছেন এই তালিকার তৃতীয় স্থানে।

সম্প্রতি ইরানের আলি দাইর ১০৯ গোলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙ্গে শীর্ষে উঠে এসেছেন পর্তুগীজ অধিনায়ক রোনালদো। ১৯১ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা এখন ১১৭।

আর ১৬৪ ম্যাচ খেলে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে দুই গোল করে মালয়েশিয়ান মোখতার দাহারিকে পেছনে ফেলে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন। পিএসজির ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ৯০।

৮৪ গোল করে এই তালিকায় হাঙ্গেরির কিংবদন্তী ফেরেঙ্ক পুসকাসের সাথে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক সুনিল ছেত্রি।

আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার তালিকা

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) ১৯১ ম্যাচে ১১৭ গোল

২. আলি দাই (ইরান) ১৪৯ ম্যাচে ১০৯

৩. লিওনেল মেসি (আর্জেন্টিনা) ১৬৪ ম্যাচে ৯০

৪. মোখতার দাহারি (মালয়েশিয়া) ১৪২ ম্যাচে ৮৯

৫. ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি) ৮৫ ম্যাচে ৮৪

৬. সুনিল ছেত্রি (ভারত) ১৩১ ম্যাচে ৮৪

৭. আলি মাবখুত (সংযুক্ত আরব আমিরাত) ১০৮ ম্যাচে ৮০

৮. গডফ্রি চিতালু (জাম্বিয়া)১১১ ম্যাচে ৭৯

৯. হুসেন সাইদ (ইরান) ১৩৭ ম্যাচে ৭৮

১০. পেলে (ব্রাজিল) ৯২ ম্যাচে ৭৭ গোল

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি