ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী এশিয়া কাপে দ্বিতীয় জয় পেল বাংলার মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

মালয়েশিয়াকে ৪১ রানে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশ জয়ে ফিরলো। নারী এশিয়া কাপে তারা দ্বিতীয় জয়ের দেখা পেলো।

২৬ রানে ৫ উইকেট হারিয়ে আর দাঁড়াতে পারছে না মালয়েশিয়া। ১৬তম ওভারে রুমানা আহমেদ তিন বলে দুটি উইকেট নেন। আগের ওভারে সানজিদা আক্তার মেঘলাও পান উইকেট। ৩৮ রানেই নেই ৮ উইকেট। বাংলাদেশ লক্ষ্য দিয়েছে ১৩০ রানের।

ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকের পর ফাহিমা খাতুন তার দুই ওভারে দুটি উইকেট নিয়েছেন। ২৬ রানে মালয়েশিয়ার ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

দলের দশম ওভারে বল হাতে নেন ফাহিমা। প্রথম বলে এলসা হান্টারকে বোল্ড করেন। নিজের দ্বিতীয় ওভারের প্রথম ওভারে আইন্না হামিজা হাশিমকে (৮) সালমা খাতুনের ক্যাচ বানান তিনি।

এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেটে জেতে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় হারে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ একাদশ
শামীমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, মুরশিদা খাতুন, রিতু মনি, ফারিহা তৃষা, ফাহিমা খাতুন, সানজিদা মেঘলা।

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি