ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, দলে নেই সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। দলে নেই বাংলাদেশ দলের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল সপ্তাহ খানেক আগে নিউজিল্যান্ডে পাড়ি জমালেও সেখানে ছিলেন না অধিনায়ক সাকিব। ক্যারিবিয়ান লিগ শেষে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট ও ভিসা জটিলতায় পৌঁছাতে দেরি হয় তার। বৃহস্পতিবারই (৬ অক্টোবর) ক্রাইস্টচার্চে পৌঁছেছেন সাকিব আল হাসান, তাই শুক্রবার (৭ অক্টোবর) খেলছেন না সাকিব। টস শেষে এমনটাই জানিয়েছেন নুরুল হাসান সোহান।

গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর আর দু’দল মুখোমুখি হয়নি এই ফরম্যাটে। আর এদিকে সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-৩ ব্যবধানে হারায় ইংলিশরা। বিপরীতে বাংলাদেশ দল আরব-আমিরাত সফরে গিয়ে ২-০ ব্যবধানে জিতে এসেছে সিরিজ।

এর আগে মুখোমুখি ১৫ টি-টোয়েন্টিতে মাত্র দু'বার পাকিস্তানকে হারাতে পেরেছে বাংলাদেশ। তবে এবার তাদের মিডল অর্ডারের অফফর্মের সুযোগ কাজে লাগিয়ে চমক দেয়ার চেষ্টা তো করতেই পারে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, নুরুল হাসান (অধিনায়ক), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি