ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডকে ১৩১ রানের লক্ষ্য দিল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ১১ অক্টোবর ২০২২ | আপডেট: ১০:১৩, ১১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফের নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। নিউজিল্যান্ডকে মাত্র ১৩১ লক্ষ্য দিতে পারলো আগের দেখায় জয়ীরা।

ক্রাইস্টচার্চে আজ (মঙ্গলবার) টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তুলতে পারে বাবর আজমের দল। 

প্রথমেই দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ানকে ফেরান ব্রাকওয়েল। ১৭ বল খেলে ১৬ রান করেন রিজওয়ান। এরপর শান মাসুদকে নিয়ে জুটি গড়ার পথেই ছিলেন বাবর।

অষ্টম ওভারে ১ উইকেটে ৫৪ রান ছিল পাকিস্তানের। সেখান থেকে আর ২৩ রান তুলতে আরও ৪ উইকেট হারিয়ে বসে আনপ্রেডিক্টেবলরা। 

শান মাসুদ (১২ বলে ১৪), শাদাব খান (৭ বলে ৮), বাবর আজম (২৩ বলে ২১), হায়দার আলি (১১ বলে ৮) অল্প সময়ের মধ্যে ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।

১৩.২ ওভারে ৭৭ রানে ৫ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন আসিফ আলি আর ইফতিখার আহমেদ। তাদের জুটিতে আসে ৩৫ বলে ৫১ রান।

২৭ বলে ৩ বাউন্ডারিতে ২৭ করে আউট হন ইফতিখার। তবে আসিফ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন, ২০ বলে ৩ বাউন্ডারিতে করেন ২৫ রান।

নিউজিল্যান্ডের টিম সাউদি, মিচেল স্যান্টনার আর মাইকেল ব্রেসওয়েল নেন দুটি করে উইকেট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি