ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দলে দুই পরিবর্তন, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ১৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

প্রথম তিন ম্যাচে হেরে আগেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল-হাসান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন এনে ব্যাটিংয়ে নামে টাইগাররা। 

এদিন সৌম্য সরকারকে নিয়ে ওপেন করেন নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ২১ রানে পরাজিত হয় টাইগাররা। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দেখায় যথাক্রমে ৮ উইকেট এবং ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি