ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ১৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার হোবার্টের বেলেরিভ ওভালে দুপুর ২টায় মুখোমুখি হয় দুই দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় ক্যারিবীয়রা। স্কটল্যান্ডের কাছে হেরে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর একটি ম্যাচ হারলেই তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে।

জিম্বাবুয়ে অবশ্য বেশ ফুরফুরে মেজাজে আছে। প্রথম ম্যাচেই তারা হারিয়েছে আয়ারল্যান্ডকে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডিয়েন স্মিথ, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়।

জিম্বাবুয়ে একাদশ

রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়েসলে মেদভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, টনি মুনুয়ঙ্গা, রায়ান বার্ল, লুক জঙ্গি, তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারবানি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি