ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে ইকুয়েডরের বিশ্বকাপ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১১, ২১ নভেম্বর ২০২২ | আপডেট: ১৫:৫৪, ২১ নভেম্বর ২০২২

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। রোববার (২০ নভেম্বর) আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো ইকুয়েডর। ওই সময় কাতারের জালে বল পাঠিয়েছিলেন এনার ভ্যালেন্সিয়া। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।

তবে ১৬তম মিনিটে আর বাঁধা হতে পারেনি কিছুই, এগিয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করে ভ্যালেন্সিয়াই। ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইকুয়েডর। গোলদাতা সেই ভ্যালেন্সিয়াই। এঙ্গোলো প্রেসিয়াডোর পাস থেকে গোলটি করেন তিনি।

২-০ গোলের লিড নিয়েই বিরিতিতে যায় ইকুয়েডর। বিরতির পরও ম্যাচে আধিপত্য ধরে রাখে ল্যাতিন দলটি। তবে আর গোলের দেখা পায়নি তারা। ইকুয়েডরের রাজত্বের কাছে অনেকটা অসহায় ছিল কাতার। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়ার দল। 

কেআই//এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি