ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা টাইগার শিবিরে

পারভেজ খোকন

প্রকাশিত : ১৪:৩০, ৭ সেপ্টেম্বর ২০২৩

আবারও ব্যাটিং ব্যর্থতা, ফলাফল আর একটি বড় ব্যবধানে হার। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ সুপার ফোরের যাত্রা করেছে বাংলাদেশ। আগের ম্যাচে ধারাবাহিক হয়ে ওঠার ইঙ্গিত দিয়েও কেন ফের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন ব্যাটাররা। দ্রুত এমন অবস্থা থেকে ফিরতে না পারলে আসন্ন বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখাটাও কঠিন হয়ে উঠবে টাইগার ক্রিকেটভক্তদের জন্য। 

এশিয়া কাপের শুরুতে বড় ধাক্কা খাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত দাপট দেখিয়েই সুপার ফোরে উঠেছিল। যেখানে প্রথম পরীক্ষাতেই ব্যর্থ টাইগারদের ব্যাটিং লাইনআপ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বাজে দশা দেখেছিল বাংলাদেশ। পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ সুপার ফোরে পথ হারায়।

ভারতের মাটিতে হবে বিশ্বকাপ। তার আগে ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশের এমন পারফরম্যান্স চিন্তার খোরাক যোগাচ্ছে। এমন ব্যাটিং স্বর্গেও নাঈম-লিটন-তাওহিদরা ব্যর্থ হওয়ায় এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শুরুটা হয়েছে ৭ উইকেটের অস্বস্তির হার দিয়ে। 

টাইগার দলের ফারফরম্যান্সে এমন চিত্র নতুন কিছু নয়। তবে সাম্প্রাতিক সময়ে বোলিং ইউনিট হিসেবে ভালো অবস্থানে থাকলেও ব্যাটিং ব্যর্থতায় সব হারাচ্ছে টিম বাংলাদেশ। এনিয়ে বিশ্বকাপের আগে নতুন করে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা থাকছেই।

৯ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে হলে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি