ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বিয়ের জন্য ছুটি চাইলেন লিটন দাস

প্রকাশিত : ১৪:৪৭, ১২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

আগামী ২৮ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন উইকেটরক্ষ-ব্যাটসম্যান লিটন দাস। এ জন্য বাংলাদেশের হয়ে শ্রীলংকা সফরে যেতে চান না তিনি। আর তাই বিয়ে উপলক্ষে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন লিটন।

বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, লিটন বৃহস্পতিবার ছুটির আবেদন বোর্ডে জমা দিয়ে গেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

বিশ্বকাপের আগে আশীর্বাদ করেন লিটন। ফিরে এসে বিয়ের দিনক্ষণ জানিয়েছেন তিনি। পাত্রী আগে থেকেই ঠিক। মা-বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করছেন লিটন। তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বিশ্বকাপের আগে গত ১৭ এপ্রিল তার সঙ্গে আংটি বদল করেন তিনি।

দিনাজপুরের মেয়ে দেবশ্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনেই মালাবদল করবেন তারা।

এনএম//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি