ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শ্রীলঙ্কা সফরই মাশরাফির শেষ বিদেশ সফর! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ শেষ না হতেই রব উঠেছিলো- কবে বিদায় নিচ্ছেন মাশরাফি! এরই জের ধরে আসন্ন শ্রীলঙ্কা সফরই ক্যারিয়ারের শেষ বিদেশ সফর বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার বিকেলে বিসিবি'র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান সফল এই ক্যাপ্টেন।

তবে এই সিরিজটিই ক্যারিয়ারের শেষ সিরিজ কিনা সে বিষয়ে দেশে ফিরে ভাববেন বলে জানান ম্যাশ।

এদিকে মাশরাফির নেতৃত্বেই শনিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ান ডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। দ্বিতীয় ওয়ানডে ২৮ জুলাই আর শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। দিবারাত্রির এ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। 
আর ১২ দিনের এ সিরিজ শেষ করে আগামী ১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের।

এনএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি