ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

লিটনের বিয়ে সম্পন্ন, রাতেই বউভাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপের পর যে কারণে ছুটি নেয়া, সেই কাঙ্ক্ষিত কাজটি অর্থাৎ জীবনের দ্বিতীয় ইনিংসটি শুরু করলেন জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস। খোলসা করেই বলি, অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন লিটন দাস। আজ রোববার হিন্দু রীতি অনুসারেই হলুদের অনুষ্ঠানসহ বিয়ে সম্পন্ন হয় তাঁর।  

জানা গেছে, লিটনের স্ত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিত। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আজ সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে তাদের বউ ভাত অনুষ্ঠান।

এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরে নিজ বাড়িতে সম্পন্ন করেন ওই আয়োজন। যাতে উপস্থিত ছিলেন উভয় পরিবারের সদস্যবৃন্দ। 

মূলত বিয়ের কারণেই চলমান শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। যা গত ৭ জুলাই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথাতেই স্পষ্ট হয়। তিনি জানিয়েছিলেন, ‘লিটনের বিয়ে। তাই আমরা তাকে এ সিরিজে পাওয়ার আশা করছি না।’

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি